রোববার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৃষ্ণপদ মন্ড (২৫), রাজেশ সরদার ২০, লাল্টু সরদার ২৮ গোলক মিস্ত্রি (২০)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বাংলানিউজকে বলেন, গোপালগঞ্জের ওড়াকান্দিতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাতক্ষীরাগামী বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি খুলনার ডুমুরিয়ার বালিয়াখালী এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হন।
ওসি জানান, মরদহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। বাসের ভেতর ও ছাদে ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিলো।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭/আপডেট ১৯২৮
এমআরএম/বিএস