রোববার (২৬ মার্চ) দুপুরে এসিআই মোটর্সের আয়োজনে ‘এক পতাকায় এক দেশ এগিয়ে চলো বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে এই র্যালিতে অংশ নেন সংগঠনগুলোর ২ হাজার বাইকার।
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে র্যালিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট রাস্তায় গিয়ে শেষ হয়।
র্যালি বের করার আগে, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর সড়ক দুর্ঘটনায় নিহত মোটরবাইক রাইডারদের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এতে অংশ নেওয়া কেবি রাইডার্সের রায়হান বলেন, প্রথমবারের মতো আমরা আয়োজন করতে পেরেছি। স্বাধীনতা দিবসে এটা ব্যতিক্রম একটা আয়োজন যা আমাদের স্বাধীনতা দিবসের তাৎপর্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই র্যালি দেশের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ।
নারী বাইকার সিথি বলেন, স্বাধীনতা দিবসে এমন এক র্যালিতে অংশ নিতে পেরে আমি গর্ববোধ করছি।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসটি/আরআর/এইচএ/