রোববার (২৬ মার্চ) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, স্ট্যাম্পস পরিচালক মুনছুর রহমান মোল্লা।
ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ২৬ মার্চ থেকে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো কার্যালয় থেকে বিক্রি হবে। পরবর্তীতে অন্যান্য জিপিও/প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমইউএম/টিআই