রোববার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সিলেট থেকে সুনামগঞ্জে এসে পৌঁছায়।
এ সময় তাকে একনজর দেখার জন্য শহরের নতুন পাড়ায় অবস্থিত বাড়িতে তার ছোট বেলার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা ভীড় করেন।
আট ভাই বোনের মধ্যে কয়সার ছিলেন তৃতীয়। তিনি ১৯৯০ সালে ফেনী জেলায় পুলিশ বিভাগে যোগদান করেন।
চৌধুরী মো. আবু কায়সার দিপুর বড় ভাই চৌধুরী মো.আবু সাইদ বাংলানিউকে বলেন, দিপুর মারা যাওয়ায় খবরে পরিবারের সবাই হতবাক হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আমরা তার মৃত্যুর খবর পাই।
তিনি জানান, পুরাতন কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে শহরের গাজীর দরগা মসজিদের কাছে কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হবে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, এশার নামাজের পর জানাজা শেষে তাকে পুলিশের পক্ষ থেকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ