ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
মাধবপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে আতিকুর রহমান চৌধুরী (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রাজাপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতিকুর রহমান উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা ও মনতলা বাজারের আল-হেরা লাইব্রেরির মালিক।


পুলিশ জানায়, আতিকুর রহমান বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে ব্যবসা পরিচালনার জন্য ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণের দায় বেড়ে যাওয়ায় তিনি তা পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে অনেকের দ্বারা তিনি অপমানিত হন। তাই ক্ষোভে-দুঃখে তিনি সবার অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।