ময়মনসিংহ: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অপহৃত শিশু আবু বকর সিদ্দিককে (১২) ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী কামাল উদ্দিনকে (১৮) আটক করা হয়।
রোববার (২৬ মার্চ) গফরগাঁও থানার উপরিদর্শদক (এসআই) নিজামুল হক বাংলানিউজকে জানান, শনিবার রাতে গফরগাঁও থানা পুলিশ উপজেলার চরআলগী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে বকরকে উদ্ধার করে।
তিনি জানান, শুক্রবার (২৪ মার্চ) শিশু আবু বকর বাড়ি থেকে বের হয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যায়।
এ সময় অপহরণকারীরা তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ট্রেনে যোগে গফরগাঁওয়ে নিয়ে আসে। পরে শুক্রবার রাত ১২টার দিকে অপহরণকারীরা বকরের মা ফাতেমা আক্তারকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
মুক্তিপণের টাকা না দিলে তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকিও দেয় অপহরণকারীরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমএএএম/আরআর/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।