বেসরকারি উদ্যোগে সিসি টিভি স্থাপনের মাধ্যমে দেশের প্রথম গ্রাম হিসেবে আত্নপ্রকাশ করল এই গ্রামটি। পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুরো গ্রামটি সিসি টিভি ক্যামেরার আওয়তায় আনা হয়েছে।
রোববার (২৬ মার্চ) বিকেল ৫টায় পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সিসি টিভি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শামসুল আলম ভূঁইয়ার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) হানিফ সরকার, ২ নং ওয়ার্ড মেম্বার মাহবুবুর রহমান, জেএসডির কেন্দ্রীয় সদস্য আলাউদ্দিন ভূইয়া বাবুল, উদয়ন সমিতির সভাপতি মাহমুদুল কবীর মিলন, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ৭১ টিভির জেলা প্রতিনিধি জসিমউদ্দিন দেওয়ান, বাংলানিউজের মুন্সীগঞ্জ প্রতিনিধি আল মামুন প্রমুখ।
পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু জানান, গ্রামের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামীতে গ্রামের আরো ২৫টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
পুরো গ্রামটিতে সিসি ক্যামেরা স্থাপনের কারণে নিরাপত্তার ব্যাপারে অভাবনীয় সাফল্য আসবে। ফলে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন সফল হবে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ