পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক এমপি।
সভায় তালুকদার আব্দুল খালেক বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ও ত্যাগী বীর বাঙালির অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি সব পেশার মানুষকে বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন প্রভাষক শেখ মারুফুর রহমান ও আরজ আলী।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমআরএম/আরআইএস/টিআই