স্থানীয়রা জানান, পিংকু ইটভাটার মালিকদের সঙ্গে মাটির ব্যবসা করতেন। প্রতিদিনের মতো আজ বিকেলে তিনি ব্যবসায়ীক কাজে ইটভাটার কাছে মালিকান্দা ব্রিজে যান।
নিহত পিংকুর পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ