রোববার (২৬ মার্চ) রাত ৯টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন কোর্ট জামে মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল্লাহ, ওসি (তদন্ত) মাসুক মিয়া, আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
এছাড়াও চৌধুরী মো. আবু কায়সারের আত্বীয় স্বজন, শুভাকাঙ্খি, বন্ধু-বান্ধব, গুণগ্রাহীরা জানাজায় অংশ নেন।
পরে রাত ৯টার দিকে তাকে শহরের গাজীর দরগা মসজিদের পাশের কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ