ইয়াসিন পটুয়াখালীর কলাপাড়া এলাকার গাজী হায়দারের ছেলে এবং তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে মগবাজার ওয়ালেস রেলগেট সংলগ্ন একটি বাড়ির মেসে এ ঘটনা ঘটে।
ইয়াসিনের রুমমেট আরিফ জানান, ওয়ালেস রেলগেট সংলগ্ন একটি ভবনের ৫তলায় মেসে থাকি আমরা, ইয়াসিন তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। রাতে ১০ টায় বাহিরে থেকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখে ইয়াসিনকে ডাকাডাকি করি। অনেক ডাকাডাকির পরে কোনো সাড়া শব্দ না পাওয়া দরজা ভেঙে অচেতন অবস্থায় দেখতে পাই ইয়াসিনকে।
পরে তাকে তাংক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না-তদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এজেডএস/ওএইচ/