বোরবার (২৬ মার্চ) রাত ১১ টার দিকে ৪৫শতাংশ বার্ন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঝড়-বৃষ্টির সময় খিলগাঁও তালতলার পিছনে নতুনবাগ এলাকায় একটি বাড়ির সামনে বিদ্যুৎদের তার ছিড়ে একই পরিবারের ৩ জনসহ মোট ৪জন বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে আবদুর সাত্তারের মৃত্যু হয়।
এঘটনায় চিকিৎসাধী রয়েছে হোসেন আলী (৪০) তার ছেলে মাহাদি হোসেন (৭) ও ভাতিজা আবিয়াদ হোসেন (৮)। তারা একই পরিবারের সদস্য।
ময়না-তদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলেন জানান এসআই বাচ্চু মিয়া।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এজেডএস/ওএইচ/
** দুই শিশুসহ একই পরিবারের চারজন বিদ্যুৎস্পৃষ্ট