রোববার (২৬ মার্চ) দিবাগত রাতে রামপুরা চৌধুরী পাড়া সাউথ পয়েন্ট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেজবাউল করিমের শ্যালক কাজী সোহেল বলেন, রাত ১২টার দিকে মোরটসাইকেল যোগে বাসায় যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
মেজবাউল সবুজবাগ বাসাবো এলাকায় একটি ভাড়া বাসায় থেকে শ্যামলীতে অবস্থিত একটি কোম্পানিতে চাকরি করতেন বলেও জানান কাজী সোহেল।
ঢামেকে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এজেডএস/ওএইচ/