রোববার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় ইছামতি নদীর তীর থেকে এসব পণ্য উদ্ধার করেন বিজিবি’র ২১ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৮শ ৪৩ কেজি চাপাতা ও ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।
বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের বিজিবি ল্যান্স কায়েক নূরুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল বেনাপোলের কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এজেডএইচ/ওএইচ/