সোমবার (২৭ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাংলাকেট পুলিশ চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোগল হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজ হোসেনসহ একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাংলাকেট পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।
দিনগত রাত ৩টার দিকে একটি পিকআপভ্যানকে সন্দেহ হলে থামার জন্য সিগনাল দেয় পুলিশ। এসময় সিগনাল না মেনে কনস্টেবল মোগল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায় পিকআপভ্যানটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিকআপভ্যানের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
আরএ