নিহত মুছা শহরের চরনোয়াবাদ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং কাচাবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, শহরের কাচাবাজারের পদ্মা মার্কেটে ছুরিকাঘাতে ওই ব্যবসায়ীকে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাতের কোন সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতেই পুলিশ সুপার মো. মোকতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
খবর পেয়ে রাতেই ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, নিহতের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এতে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
এদিকে রাতের আঁধারে ব্যবসায়ী হত্যার ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
আরএ