নিহত সুরমান গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার মৃত এলেমউদ্দিন সরদারের ছেলে।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবর রহমান বাংলানিউজকে জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সুরমান দৌলতদিয়া বাস কাউন্টার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি রাস্তার পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
আরএ