সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে আট পরিবারের ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর মাঝাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের জনৈক জলিলের বাড়ি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে একে একে আট পরিবারের ১৫টি ঘর পুড়ে যায়।
খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে নগদ প্রায় লাখ টাকাসহ ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।