ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গ্যাস লাইনের আগুনে দুই শিশুসহ দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
রাজধানীতে গ্যাস লাইনের আগুনে দুই শিশুসহ দগ্ধ ৩

ঢাকা: রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে দুই শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে জুরাইনের মুরাদপুর স্কুল সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- মুরসালিন সরকার (৫০), শিশু শাওন (৮) ও শিশু হাসান (৯)।



মুরসালিনের আত্মীয় পল্লব সরকার বাংলানিউজকে জানান, সকালে বাড়ির নিজ তলায় পানির মোটর ছাড়তে সুইচ দিতেই আগুনের ফুলকি বের হয়ে পাশেই লিকেজ গ্যাস লাইনে পড়ে আগুন ধরে যায়। এ সময় মুরসালিনসহ সঙ্গে থাকা ওই দুই শিশু দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

যে বাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটি মুরসালিন সরকারের নিজের বাড়ি। শিশু দু’টি তার বাসায় কাজ করে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের চিকিৎসক কবির বাংলানিউজকে বলেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এজেডএস/এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।