স্থানীয়রা জানান, গভীররাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে বলিপাড়া বাজারের পাশের একটি বসতঘরে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে বান্দরবান জেলা শহর থেকে দমকল বাহিনীর দু’টি ইউনিট বলিপাড়ার উদ্দেশে রওনা দিলেও তারা সেখানে পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়।
বলিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বা শুই চিং মারমা বাংলানিউজকে জানান, আগুনে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসআই