সোমবার (২৭মার্চ) বিকেল পৌনে ৪টায় উপজেলার বড়গাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ উপজেলার কাগাউড়া নোয়াগাঁও গ্রামের মহিবুর মিয়ার ছেলে ও স্থানীয় রাগিব আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
দুর্ঘটনার পর থেকে বিকেল সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখার সময় মহাসড়ক অবরোধ করে মিছিল করছিল উত্তেজিত জনতা। ফলে দু’দিকে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
আরএ