ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা পাবেন অনন্য সম্মান, বললেন শ্রিংলা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
শেখ হাসিনা পাবেন অনন্য সম্মান, বললেন শ্রিংলা বক্তব্য রাখছেন হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: ডিএইচ বাদল-বাংলানিউজ

শেখ হাসিনা বাংলাদেশের প্রথম কোনও প্রধানমন্ত্রী যিনি ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা নিতে যাচ্ছেন। এ কথা বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, এই সফরে শেখ হাসিনা পাবেন অনন্য সম্মান। 

তিনি বলেন, সম্মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরের জন্য সম্মান দেখাবে এটাই বন্ধুত্বের সম্পর্কের অন্যতম দিক।

 

সোমবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া ভবনের কনফারেন্স কক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এতে উপস্থিত রয়েছেন।  

অংশ নিচ্ছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র এডিটর ইন চিফ আলমগীর হোসেন, কালেরকণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ২৪ এর সিইও নঈম নিজামসহ সবক'টি সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা।  
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।  ছবি: ডিএইচ বাদল- বাংলানিউজ
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি পলিটিক্যাল রজেশ উইকে ও অ্যাটাচে প্রেস রঞ্জন মন্ডলসহ অন্য কর্মকর্তারও রয়েছেন এ আলোচনা সভায়।  

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, সাধারণত কোনও রাষ্ট্র বা সরকার প্রধান ভারত সফরে গেলে হোটেলে অবস্থান করেন শেখ হাসিনাকে দেওয়া হচ্ছে বিরল সম্মান। তিনি থাকবেন রাষ্ট্রপতি ভবনে।
 

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদ মাধ্যমগুলোর ভূমিকার প্রশংসা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার । তিনি বলেন, এই সম্পর্ক নিয়ে সঠিক ও আকর্ষণীয় খবর দিচ্ছে এই গ্রুপের সংবাদমাধ্যমগুলো।  

 ‘সঠিক আকর্ষণীয় খবর দিচ্ছে ইডব্লিউএমজিএল’র মিডিয়াগুলো’

বাংলাদেশ সময় ১৫৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।