সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ এক সময় দুর্ভিক্ষের রোল মডেল ছিল।
আগামী ডিসেম্বর মাসের মধ্যে পালং থানার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অক্ষধ্য প্রফেসর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী হোসেন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সাত্তার খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি