সোমবার (২৭) দুপুরে চরফ্যাশন-শশীভূষন সড়কের এওয়াজপুর ইউপি কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন পটুয়াখালীর গলাচিপা ইউনিয়নের চর বিশ্বাস গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন জেলে ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে রিপনসহ চালক শশীভূষন থেকে চরফ্যাশনের দিকে আসছিলেন।
এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রলি সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী রিপনের মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চাললকে প্রথমে চরফ্যাশন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
আরএ