দিবসটি উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি গেট হলে রোববার (২৬ মার্চ) বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অস্ট্রিয়া আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবু, সদস্য সচিব সাইদ শেখ, জালালাবাদ-অস্ট্রিয়া সমিতির সভাপতি গাজী মোহাম্মদ প্রমুখ।
স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নজরুল ইসলাম বলেন, বাঙালির হাজার বছরের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে এ দিনে। জন্ম হয়েছে বাংলাদেশের। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ আরো এগিয়ে যাবে ও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই আমাদের প্রত্যাশা।
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ২৬ মার্চ। এ দিনের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
সাইফুল ইসলাম কবির বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এখন তার কন্যার নেতৃত্বে সোনার বাংলায় রূপান্তরিত হচ্ছে।
বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসএস/আরআর/এএ