বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা বাংলানিউজকে জানান, সোমবার বিকেল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী এলাকায় তারা দায়িত্ব পালন করবেন।
কুসিক নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসজেএ/জেডএস