সোমবার (২৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর চার্জশিট দাখিল করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম চার্জশিট দাখিলের বিষয়টি বাংলানিজকে নিশ্চিত করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির উপ-পরিদর্শক (এসআই) সেফাতুল ইসলাম চৌধুরী বাংলানিজকে জানান, গত বছরের ৮ আগস্ট নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম পরিচয়ে মোবাইলে একটি ভুয়া মৃত্যুর সংবাদ দিয়ে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানের কাছ থেকে বিকাশে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের সময় সম্পৃক্ততা পেয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
জিপি/বিএস