ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ৩ প্রতারকের বিরুদ্ধে সিআইডির চার্জশিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ফতুল্লায় ৩ প্রতারকের বিরুদ্ধে সিআইডির চার্জশিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পরিচয় দেওয়া প্রতারক রাজু আহমেদ বাবুল ও তার স্ত্রী পারভীন আক্তার সুমিসহ তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের আপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর চার্জশিট দাখিল করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম চার্জশিট দাখিলের বিষয়টি বাংলানিজকে নিশ্চিত করেন।

এতে ১৭ জনকে সাক্ষী দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির উপ-পরিদর্শক (এসআই) সেফাতুল ইসলাম চৌধুরী বাংলানিজকে জানান, গত বছরের ৮ আগস্ট নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম পরিচয়ে মোবাইলে একটি ভুয়া মৃত্যুর সংবাদ দিয়ে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানের কাছ থেকে বিকাশে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের সময় সম্পৃক্ততা পেয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।