ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মৎস্য বিজ্ঞানীদের পরামর্শ আয়ের ৭০ শতাংশ পাবে বিএফআরআই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
মৎস্য বিজ্ঞানীদের পরামর্শ আয়ের ৭০ শতাংশ পাবে বিএফআরআই মন্ত্রিসভার বৈঠক/ছবি: পিআইডি

ঢাকা: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীদের চাকরির বাইরে পরামর্শ সেবার আয়ের ৭০ শতাংশ পাবে প্রতিষ্ঠানটি। এই বিধান রেখে ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন- ২০১৭ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়া আইনটি অনুমোদন দেওয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৮৪ সালের একটি অধ্যাদেশকে বাংলায় অনুবাদ ও কিছু সংযোজন করে নতুন আইনটি করা হয়েছে।

নতুন আইনে যুক্ত করা হয়েছে চারটি ধারা।
 
তিনি বলেন, প্রস্তাবিত আইনে প্রতিষ্ঠানের (বিএলআরআই) যে সব বিজ্ঞানী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিজ্ঞান, প্রযুক্তি, মৎস্য শিল্প স্থাপন বা অনুসন্ধান বিষয়ক পরামর্শ দেবে, বোর্ড নির্ধারিত হারে তারা ফি নিতে পারবেন। ফি’র ৩০ শতাংশ নিজেরা রাখবেন, ৭০ শতাংশ ইনস্টিটিউকে দেবেন।
 
তিনি আরও বলেন, বিএফআরআই এর একটি পরিচালনা পর্ষদ বা বোর্ড রয়েছে। নতুন আইনে বোর্ডের কার্যাবলী ডিফাইন করে দেওয়া।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এমআইএইচ/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।