ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে মাঝে লাল টি-শার্ট পরা ব্যক্তি পুলিশ সদস্য মো. আব্দুর রউফ/ছবি-বাংলানিউজ

বগুড়া: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করার মামলায় পুলিশ সদস্য মো. আব্দুর রউফের (২৬) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৭ মার্চ) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মো. আহসান হাবিব উভয়পক্ষের শুনানি শেষে পুলিশ সদস্যের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সদস্য আব্দুর রউফ বগুড়ার শেরপুর উপজেলার উত্তর শাহপাড়ার ইউনুস আলীর ছেলে।

তিনি বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের অধীনে সিরাজগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। কনস্টেবল নম্বর-১২৮৬।

বিকেলে বিবাদীপক্ষের আইনজীবী বগুড়া বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, ২০১৪ সালের ২৮ আগস্ট দেড় লাখ টাকা মোহরানা ধার্য করে শেরপুর উপজেলার খানপুরের দশশিকা গ্রামের মো. আব্দুর রউফের সঙ্গে মোছা. লাভলী সুলতানার বিয়ে হয়। একটি ছেলে সন্তানও হয় তাদের। যৌতুকলোভী আব্দুর রউফ তার স্ত্রী লাভলী সুলতানার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। বাবার বাড়ি থেকে যৌতুক এনে না দেওয়ায় প্রায়ই তাকে নির্যাতন চালাতেন।

একপর্যায়ে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে লাভলী সুলতানা বাদী হয়ে তার স্বামী পুলিশ সদস্য আব্দুর রউফকে আসামি করে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালতের বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন।

সোমবার (২৭ মার্চ) তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

বাদীপক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ।

বাংলাদেশ: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।