সোমবার (২৭ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয় সংলগ্ন একডালা গ্রামীণ সড়ক থেকে তাকে আটক করা হয়। রাকিবুল ইসলাম অনিক সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক সরকারের ছেলে।
র্যাব-৫, নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র্যাব-৫ এর একটি দল সদর উপজেলার চন্দ্রকোলা এসআই হাইস্কুল সংলগ্ন একডালা গ্রামীণ সড়কে অভিযান চালায়। এসময় রাকিবুল ইসলামকে ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, সাত দশমিক ৬৫ মিলিমিটারের একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। এসময় তার কাছে থেকে ২টি সিমসহ একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি