ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ৪০ মাদক ব্যবসায়ীর তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যেমে জেলা পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ‘মুখপাত্র’ হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান, আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার, বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ ও কসবা থানার ওসি মো. মহিউদ্দিন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দেলোয়ার হোসেন জানান, ইতোমধ্যে ৪০ জন শীর্ষ মাদক ব্যবসায়ীর একটি তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে। গত সপ্তায় যে দুইজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তাদের নামও ওই তালিকায় রয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে মাদক দুষ্প্রাপ্য করে তোলা হবে যাতে করে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা যায়। এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।