সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মাহাবুব (৩২) ও নাইম (১৫)।
দগ্ধ নাইম বাংলানিউজকে বলেন, কারখানার গোডাউনের বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে হঠাৎ আগুন ধরে যায়।
ফায়ার সদর দফতরের টেলিফোন অপারেটর ফরিদ মিয়া বাংলানিউজকে জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুনের সূত্রপাত জানা সম্ভব হয়নি বলে জানান ফরিদ মিয়া।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এজেডএস/জিপি/জেডএস