ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘আতিয়া মহলে নারীসহ ৪ জঙ্গি নিহত, অভিযান শেষ হয়নি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
‘আতিয়া মহলে নারীসহ ৪ জঙ্গি নিহত, অভিযান শেষ হয়নি’ সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান (ছবি: দীপু মালাকার, আবু বকর)

শিববাড়ি, দক্ষিণ সুরমা, সিলেট: জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এখন সম্পূর্ণভাবে প্যারা কমান্ডোদের নিয়ন্ত্রণে। ইতোমধ্যেই আতিয়া মহল থেকে চার জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ একজন নারী।

সোমবার (মার্চ ২৭) সন্ধ্যা সাড়ে সাতটায় জঙ্গি আস্তানা সংলগ্ন পাঠানপাড়ায় অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এসব জানান সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

ব্রিগেডিয়ার ফখরুল আহসান আরও জানান, অভিযানে সেনা কমান্ডোদের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অভিযানের পুরোটা সময় জুড়েই পরিস্থিতি প্যারা-কমান্ডোদের নিয়ন্ত্রণে ছিলো। তবে এখনও অভিযান পুরোপুরি শেষ হয়নি। বর্তমানে সেখানে তল্লাশি চলছে। তল্লাশি শেষ হলে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসবে বলে জানান তিনি। প্রেস ব্রিফিং চলছে, ছবি: দীপু মালাকারপাঠানপাড়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সোমবারের অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন ব্রিগেডিয়ার ফখরুল আহসান। আরও উপস্থিত ছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে.কর্ণেল রাশেদুল হাসান, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার এস এম রুকন উদ্দিন।

ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আরও বলেন, কমান্ডোদের অভিযানে সকলেই গর্বিত। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযান পরিচালনা করেছেন তারা।

আতিয়া মহলের নীচতলায় চারটি মরদেহ পাওয়া গেছে উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, মরদেহগুলোতে এখনও বিস্ফোরক লাগানো আছে। এ কারণে সতর্কতার সঙ্গে এগুলো নিষ্ক্রিয় করতে কাজ করে যাচ্ছে কমান্ডোরা। তিনি বলেন, জঙ্গিরা অত্যন্ত প্রশিক্ষিত ছিলো। তাদের বিস্ফোরণ, তাদের ফায়ারিং থেকে বোঝা যায় যে তারা খুবই প্রশিক্ষিত।

অভিযান সমাপ্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও অভিযান সমাপ্ত হয়নি। তবে আতিয়া মহল পুরোপুরি সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, শনিবার সকাল থেকে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা। এর আগে শুক্রবার সকাল থেকে জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ছিলো অভিযানের চতুর্থ এবং ‘অপারেশন টোয়ালাইট’ এর তৃতীয় দিন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আইএ/আরআই

** এই নারী কি সেই নারী?​
** আতিয়া মহলে উদ্ধার ২ মরদেহের ডিএনএ সংগ্রহ​
** থেমেছে গুলি বিস্ফোরণ, শেষের পথে ‘অপারেশন টোয়ালাইট’
** ‘অপারেশন টোয়ালাইট’, ছবিতে সর্বশেষ অবস্থা (২)

** সিলেটে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় মামলা
** ২ জঙ্গি নিহত, আছে আরও, অভিযান চলবে
** রাতেও বিস্ফোরণ, গুলির শব্দ, উৎকণ্ঠায় শিববাড়ি এলাকা
** প্যারা-কমান্ডোদের ‘অপারেশন টোয়ালাইট’র খণ্ডচিত্র

** আতিয়া মহলে নিহত দুই জঙ্গি
** আতিয়া মহলে অভিযান চলবে
** সিলেটে অভিযানস্থলে থেমে থেমে সংঘর্ষ
** জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৫, আহত ৩২
** অভিযানস্থলের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩৫
** অভিযানস্থলের কাছে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ২
** বোমা বিস্ফোরণে আহত যুবকের হাসপাতালে মৃত্যু
** জঙ্গি আস্তানায় প্যারা-কমান্ডো সদস্যরা
** বেসরকারি কোম্পানির নামে ফ্ল্যাট ভাড়া নেয় জঙ্গিরা
** সিলেটে অভিযানে যাচ্ছে সোয়াট টিম
** সিলেটে পৌঁছেছে সোয়াট টিম
** জঙ্গি আস্তানার চার পাশে অবস্থান সোয়াট টিমের
** আত্মসমর্পণে সাড়া দিচ্ছে না জঙ্গিরা
** জঙ্গি আস্তানায় সোয়াট টিমের অভিযান
** জঙ্গি আস্তানার সামনে দুই অ্যাম্বুলেন্স
** হাতকড়া পরিহিত একজনকে বের করেছে সোয়াট
** অভিযানস্থলে ক্রেন-জেনারেটর, এসেছে ফায়ার সার্ভিস
** ‘অপারেশন টোয়ালাইট’, ছবিতে শিববাড়ি এলাকার সর্বশেষ চিত্র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।