ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নৌকা নয়, চেংগীতে চলছে ট্রাক্টর!

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
নৌকা নয়, চেংগীতে চলছে ট্রাক্টর! নৌকা নয়, চেংগীতে চলছে ট্রাক্টর-ছবি-সোলায়মান হাজারী ডালিম

খাগড়াছড়ি থেকে: বেলা সাড়ে ১২টা। দুপুরের খরতাপে যাচ্ছিলাম খাগড়াছড়ির চেংগী নদীর ব্রিজের উপর দিয়ে। মোটরবাইকের পেছনে বসে নদী দেখছিলাম। চোখ আটকে গেলো মাঝনদীতে। নদীর বুক চিরে একটি ট্রাক্টর এপার থেকে ওপারে যাচ্ছে! যে ট্রাক্টর চলে ফসলের মাঠে কিংবা গ্রামের মেঠোপথে, এখন সেটি চলছে মাঝনদীতে।

দীর্ঘদিন ধরে নাব্যতা হারাতে হারাতে এখন মৃতপ্রায় খাগড়াছড়ি শহর ঘিরে থাকা নদী চেংগী। সোমবার (২৭ মার্চ) দুপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন দশক আগেও নদীটির ছিল ভিন্ন চিত্র।

একসময় ভরা যৌবন ছিল চেংগীর। এখন তা শুধুই স্মৃতি।

স্থানীয় সাইফুল ইসলাম সজিব জানান, দুই দশক আগেও নদীটিতে শত শত নৌকা চলতো। সড়ক যোগাযোগ সুবিধা না থাকায় মালামাল পরিবহনের প্রধান মাধ্যমও ছিল চেংগী। এখন নৌকা চলা তো দূরের কথা, চাষিরা চাষের জন্য পানি পাচ্ছেন না।

নৌকা নয়, চেংগীতে চলছে ট্রাক্টরনদীর দু’পাড় এখন শুধু বালুচর। এক সময়ের প্রমত্ত চেংগী এখন হেঁটে পার হয় এলাকাবাসী। নদীর বুকে চলে ট্রাক্টরসহ অন্য যানবাহন।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অব্যাহত বন উজাড় ও পাহাড়ে মাটি খুঁড়ে জুম চাষের ফলে পাহাড় উন্মুক্ত হয়ে পড়েছে। এতে মাটি ক্ষয়ে নদীর তলদেশ ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। নদী ভরাট হওয়ায় বৃষ্টি হলেই বন্যায় প্লাবিত হয় নিম্নাঞ্চল। এতে প্রতিবছরই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।