দীর্ঘদিন ধরে নাব্যতা হারাতে হারাতে এখন মৃতপ্রায় খাগড়াছড়ি শহর ঘিরে থাকা নদী চেংগী। সোমবার (২৭ মার্চ) দুপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন দশক আগেও নদীটির ছিল ভিন্ন চিত্র।
স্থানীয় সাইফুল ইসলাম সজিব জানান, দুই দশক আগেও নদীটিতে শত শত নৌকা চলতো। সড়ক যোগাযোগ সুবিধা না থাকায় মালামাল পরিবহনের প্রধান মাধ্যমও ছিল চেংগী। এখন নৌকা চলা তো দূরের কথা, চাষিরা চাষের জন্য পানি পাচ্ছেন না।
নদীর দু’পাড় এখন শুধু বালুচর। এক সময়ের প্রমত্ত চেংগী এখন হেঁটে পার হয় এলাকাবাসী। নদীর বুকে চলে ট্রাক্টরসহ অন্য যানবাহন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অব্যাহত বন উজাড় ও পাহাড়ে মাটি খুঁড়ে জুম চাষের ফলে পাহাড় উন্মুক্ত হয়ে পড়েছে। এতে মাটি ক্ষয়ে নদীর তলদেশ ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। নদী ভরাট হওয়ায় বৃষ্টি হলেই বন্যায় প্লাবিত হয় নিম্নাঞ্চল। এতে প্রতিবছরই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আরআর/এএ