ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার শহরে বিলবোর্ড ও ব্যানার অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
মৌলভীবাজার শহরে বিলবোর্ড ও ব্যানার অপসারণ মৌলভীবাজার শহরে বিলবোর্ড ও ব্যানার অপসারণ

মৌলভীবাজার: মৌলভীবাজার পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন রাস্তার মোড়ে রাজনৈতিক সংগঠন, বেসরকারি কোম্পানি ও ব্যক্তিগতভাবে লাগানো সব বিলবোর্ড ও ব্যানার অপসারণে অভিযান চালিয়েছে মৌলভীবাজার পৌরসভা।

সোমবার (২৭ মার্চ) দুপুরে শহরের চৌমুহনা পয়েন্ট থেকে সকল বিলবোর্ড ও ব্যানার অপসারণ করে এই কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম, ম্যাজিস্ট্রেট শবনম শারমিন সহ প্রশাসন কর্মকর্তা, পৌর কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

পৌর মেয়র বাংলানিউজকে বলেন, বিভিন্ন সড়ক ও পয়েন্ট এলাকার আশপাশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অপ্রয়োজনীয় বিলবোর্ড ও ব্যানার অপসারণ করা হবে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই অভিযান অব্যাহত থাকবে। তবে কেউ ইচ্ছা করলে পৌর নীতিমালা মেনে নির্দিষ্ট ফি পরিশোধ করে পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিলবোর্ড স্থাপন করতে পারবেন। এছাড়াও ধর্মীয় ও সামাজিক কাজের প্রচারের জন্য বিলবোর্ড-ব্যানার স্থাপন করা যাবে। তবে নির্দিষ্ট সময়ের পর নিজ উদ্যোগে অপসারণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।