ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কাফরুল ও রূপনগরে পুলিশের ব্লক রেইড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
কাফরুল ও রূপনগরে পুলিশের ব্লক রেইড কাফরুল ও রূপনগরে পুলিশের ব্লক রেইড

ঢাকা: রাজধানীর কাফরুল ও রূপনগরের বিভিন্ন বাড়িতে ব্লক রেইড দিয়েছে পুলিশ। 

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাকির হোসেন। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রতিদিনের কাজের অংশ হিসেবে পুলিশ এ অভিযান চালিয়েছে।

তিনি জানান, রূপনগরের ২০টি বাড়িতে ও কাফরুলের বেশ কয়েকটি বাড়িতে ব্লক রেইড দেওয়া হয়েছে। আমরা খতিয়ে দেখছি এসব বাড়িতে কোনো জঙ্গি রয়েছে কিনা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্লক রেইড অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আরএটি/আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।