সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
আলতাবের দুলাভাই জাবেদ আলী বাংলানিউজকে বলেন, তিনি যাত্রাবাড়ী ধলপুর এলাকার বাসিন্দা। যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন তিনি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. আওয়াল বাংলানিউজকে জানান, সায়েদাবাদ বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী তুরাগ পরিবহনের ধাক্কায় গুরতর আহত হয় আলতাব।
যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এজেডএস/আরআইএস/জেডএস