সোমবার (২৭ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হক ও ইয়াসির আরাফাত এ জরিমানা করেন। অভিযানে সহায়তা করেন বিএসটিআই, রংপুর অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন।
জানা যায়, দুপুরে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিএসটিআই-রংপুর ও কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান চালায়। এসময় বগুড়া দধি মিষ্টান্ন ভান্ডার কুড়িগ্রামকে সাত হাজার টাকা এবং মেসার্স পাবনা প্লাস দধি মিষ্টান্ন ভান্ডারকে সাত হাজার জরিমানা করা হয়।
বিএসটিআই রংপুর অফিসের সহকারী পরিচালক মফিজ উদ্দীন আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি