সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈনউদ্দিন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল জেলার হিজলা থানার আবুল কালাম মাঝি (৪২), রাকিব মাঝি (২৪), তোফোয়েল (২৮), কামাল মাঝি (৪২), শহিদ উল্যাহ মোল্লা (৪৩), ফজলু হাজারী (৩৫), আনোয়ার হোসেন বেপারী (৩২), সুমন মাঝি (২৬), মো. আলী হোসেন (৩০) ও সুমন মাঝি (২৪)।
পুলিশ জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত হাইমচর উপজেলার নৌ-সীমানায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করে টাস্কফোর্স কমিটির সদস্যরা। এ সময় ৬০ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈনউদ্দিন বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত জেলেদের বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জাটকা ও কারেন্টজাল পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এনটি