সোমবার (২৭ মার্চ) বিকেলে তাকে আটক করা হয়।
সাজু উপজেলার সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া গ্রামের তোফার উদ্দিনের ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারিসুল ইসলাম বাংলানিউজকে জানান, ভিকটিম চকলেট নিতে সাজুর দোকানে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে রাখেন। পরে সাজুকে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আরআর/এএসআর