সন্দেহভাজন হিসেবে আটকের মামলা দিয়ে রোববার (২৬ মার্চ) আদালত তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সন্ধ্যায় তাদের কারাগারে নিয়ে যায় পুলিশ।
আটক ওই নারীরা হবিগঞ্জ জেলার চুনারুঘাটের চন্দনা এলাকার বাসিন্দা। তাদের সঙ্গে একটি শিশুও রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে তাদের সন্দেহভাজন ধরে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি তদন্ত চলছে। খুব দ্রুত তাদের বিষয় পরিষ্কার হবে।
রোববার (২৬ মার্চ) রাতে পঞ্চগড় সদর উপজেলার তেলিপাড়া এলাকার রবিউল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে ওই ছয় নারীকে আটক করা হয়। তারা জেলার আটোয়ারী উপজেলার বারো আউলিয়ার মাজার শরিফে যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেলে ওই বাড়িতে আশ্রয় নেন বলে দাবি করেন। কিন্তু স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এইচএ/