সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা রশিদপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। সোলায়মান ওই দুইজনকে নিয়ে জামালপুর শহরে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হতাহতদের স্বজনরা বাংলানিউজকে জানান, বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজনই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন সোলায়মান। আহত সাবেক মেম্বার রফিকুল ইসলাম তারা (৩৫) ও ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল জলিলকে (৪০) তৎক্ষণাৎ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সোলাইমান মেলান্দহ উপজেলার ভাবকী গ্রামের রহমতউল্লাহর ছেলে। আহত দু’জনও একই গ্রামের বাসিন্দা।
উত্তেজিত জনতা ঘাতক ট্রাকচালক তোফাজ্জল হোসেনকে পাকড়াও করে চরবাণী পাকুয়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষে তালাবদ্ধ করে রেখেছে। তার ট্রাকটিও (ঢাকা মেট্রো ঢ-১৪-০৭১৭) জব্দ করে রেখেছে জনতা।
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এইচএ/