সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়ার খেয়াঘাটে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাকের চাপায় পড়েন ওই বৃদ্ধা।
হামিদা বেগম আমতলী সদর উপজেলার চলাভাঙ্গা গ্রামের মৃত মুনসুর হাওলাদারের স্ত্রী।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, হামিদার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার গরিব হওয়ায় ট্রাক মালিকের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। সে কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়নি।
দু’পক্ষের মধ্যে মীমাংসা হওয়ায় আটক চালকের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এইচএ/