সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা দু’টি মরদেহের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।
সূত্র মতে, আতিয়া মহলের নিচতলার ঘরটি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নিয়েছিলেন কাওসার আলী ও মর্জিনা বেগম নামে দু’জন। কিন্তু এ দু’টি মরদেহ তাদেরই কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলছে না পুলিশ।
সোমবার আতিয়া মহলে পরিচালিত ‘অপারেশন টোয়ালাইট’ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভেতরে চার জঙ্গির মরদেহ পাওয়া গেছে, এর মধ্যে দু’টি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জঙ্গি আস্তানার খবর পেয়ে ২৪ মার্চ ভোর থেকে আতিয়া মহল ঘেরাও করে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। ২৫ মার্চ সকাল থেকে সেখানে ‘অপারেশন টোয়ালাইট’ শুরু করে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো। সোমবার ছিলো অভিযানের চতুর্থ এবং ‘অপারেশন টোয়ালাইট’ এর তৃতীয় দিন।
অভিযানকালে ২৫ দুপুর নাগাদ ওই বাড়িতে জিম্মি হয়ে থাকা ২৮ পরিবারের ৭৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী। তবে রাতে অভিযানস্থলের বাইরে ৩০০ গজ উত্তরের রাস্তায় দু’দফা বোমা বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন, আহত হন ৩২ জন।
সোমবার সেনাবাহিনীর ব্রিফিংয়ে জানানো হয়, জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এখন সম্পূর্ণভাবে প্যারা-কমান্ডোদের নিয়ন্ত্রণে। অভিযানে সেনা কমান্ডোদের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অভিযানের পুরোটা সময় জুড়েই পরিস্থিতি প্যারা-কমান্ডোদের নিয়ন্ত্রণে ছিলো। তবে এখনও অভিযান পুরোপুরি শেষ হয়নি। বর্তমানে সেখানে তল্লাশি চলছে। তল্লাশি শেষ হলে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসবে।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরএম/এনইউ/এইচএ/
আরও পড়ুন
** ‘আতিয়া মহলে নারীসহ ৪ জঙ্গি নিহত, অভিযান শেষ হয়নি’
** থেমেছে গুলি বিস্ফোরণ, শেষের পথে ‘অপারেশন টোয়ালাইট’
** ‘অপারেশন টোয়ালাইট’, ছবিতে সর্বশেষ অবস্থা (২)
** সিলেটে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় মামলা
** ২ জঙ্গি নিহত, আছে আরও, অভিযান চলবে
** রাতেও বিস্ফোরণ, গুলির শব্দ, উৎকণ্ঠায় শিববাড়ি এলাকা
** প্যারা-কমান্ডোদের ‘অপারেশন টোয়ালাইট’র খণ্ডচিত্র
** আতিয়া মহলে নিহত দুই জঙ্গি
** আতিয়া মহলে অভিযান চলবে
** সিলেটে অভিযানস্থলে থেমে থেমে সংঘর্ষ
** জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৫, আহত ৩২
** অভিযানস্থলের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩৫
** অভিযানস্থলের কাছে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ২
** বোমা বিস্ফোরণে আহত যুবকের হাসপাতালে মৃত্যু
** জঙ্গি আস্তানায় প্যারা-কমান্ডো সদস্যরা
** বেসরকারি কোম্পানির নামে ফ্ল্যাট ভাড়া নেয় জঙ্গিরা
** সিলেটে অভিযানে যাচ্ছে সোয়াট টিম
** সিলেটে পৌঁছেছে সোয়াট টিম
** জঙ্গি আস্তানার চার পাশে অবস্থান সোয়াট টিমের
** আত্মসমর্পণে সাড়া দিচ্ছে না জঙ্গিরা
** জঙ্গি আস্তানায় সোয়াট টিমের অভিযান
** জঙ্গি আস্তানার সামনে দুই অ্যাম্বুলেন্স
** হাতকড়া পরিহিত একজনকে বের করেছে সোয়াট
** অভিযানস্থলে ক্রেন-জেনারেটর, এসেছে ফায়ার সার্ভিস
** ‘অপারেশন টোয়ালাইট’, ছবিতে শিববাড়ি এলাকার সর্বশেষ চিত্র