সোমবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের পল্লবী এলাকার সাত্তার মোল্লা রোডে নিজের বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শারমিন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
তার স্বামী মো. মামুন বাংলানিউজকে জানান, ডিউটি শেষ করে কর্মস্থল থেকে রাতে বাসায় ফেরেন শারমিন। খাওয়া-দাওয়া করে শয়নকক্ষে গিয়ে দরজা লাগিয়ে দেন তিনি।
অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে দেখতে পান শারমিন বাড়ির আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তখন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
শারমিন আত্মহত্যা করেছেন বলেও জানালেও এর কারণ বলতে পারেননি মামুন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শারমিনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এজেডএস/এইচএ/