সোমবার (২৭ মার্চ) দিনগত রাত ৭টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারের একটি সেলুন দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনা এতোদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের আভিযানিক দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক কল্লোল কুমার দত্ত বাংলানিউজকে জানান, মনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোনাইমুড়ি থানায় হত্যা ও ডাকাতিসহ ৬টি মামলা দায়ের করা হয়। এরপর থেকে গ্রেফতার এড়াতে তিনি এতোদিন বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, মঙ্গলবার আসামি মনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এইচএ/