সোমবার (২৫ মার্চ) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে প্রেস ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা সহকারী অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার সার্কেলের পুলিশ সুপার নাজমুল হাসান, ঢাকা জেলা সদস্য সেলিম মন্ডল, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২টি (একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন শেষ) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১২টি পদের জন্য লড়বেন ২৮ প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এইচএ/