সোমবার (২৭ মার্চ) রাতে পিংকুর ভাই এরশাদ বেপারী বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ২৫-২৬ জনকে আসামি করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
তিনি জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।
রোববার (২৬ মার্চ) পিংকুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় একটি ইটভাটার মালিকদের সঙ্গে মাটির ব্যবসা করতেন।
রোববার বিকেলে ব্যবসার কাজে ইটভাটার নিকটবর্তী মালিকান্দা ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এইচএ/