সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সীমান্তবর্তী চাকঢালা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মহিব চাকঢালা বাজার পাড়া গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রামু ৫০ বিজিবি নায়েব সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে সীমান্তের চাকঢালা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মহিবুল্লাহর গতিরোধ করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা জব্দ করেন বিজিবির সদস্যরা। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম তৌহিদ কবির বাংলানিউজকে জানান, আটক মহিবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এইচএ/