মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ওই প্রতিষ্ঠানের সামনে থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
ইয়ারুল ইসলাম ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুব হোসেন বাংলানিউজকে জানান, আমেরিকা প্রবাসী এক ব্যক্তির সহায়তায় পরিচালিত মুক্তিমঞ্চ নামে ওই সেবামূলক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন ইয়ারুল। সোমবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ী দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, কারা কেন ইয়ারুলকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসআই